পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে শোয়েব মালিক অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, অবশেষে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। ইতিমধ্যেই দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমে ঘোষণা করায় স্কোয়াড বাদ দিয়ে গতকাল দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান।
তবে সেখানেও ছিলেন না মালিক। ইনজুরির কারণে শোয়েব মাকসুদ ছিটকে পড়ায় মালিককে দলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের পারফরম্যান্স বিবেচনায় শুক্রবার বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন পিসিবি। চোট আক্রান্ত শোয়েবের বদলি হিসেবে পিসিবির নির্বাচকরা বেছে নিয়েছেন মালিককেই।
বর্তমানে পাকিস্তান জাতীয় দল থেকে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন মালিক। পাকিস্তানের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে ও ১১৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, হায়দার আলী, সরফরাজ আহমেদ ও শাহীন শাহ আফ্রিদি। রিজার্ভ খেলোয়াড় : খুশদিল শাহ, শাওনেওয়াজ দহনি, উসমান কাদির।