আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

আগামীকাল ১২ অক্টোবর আবুধাবিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহর দল।

ইতিমধ্যেই আইপিএল শেষ করে আবুধাবিতে পৌঁছেছেন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। তবে আইপিএলে এলিমিনেটর ম্যাচ থাকার কারণে এখনো যোগ দিতে পারেনি সাকিব আল হাসান।

এদিকে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। এরপর ১৫ অক্টোবর বাংলাদেশ ফিরে যাবে ওমানে। সেখানেই আসল মিশন শুরু তাদের। এবার অবশ্য কোনো কোয়ারেন্টাইন লাগবে না ক্রিকেটারদের।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।