আজ পরপর দুই বলে ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ দল। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ২০তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই কোণঠাসা বাংলাদেশ দল।
ইনিংসের প্রথম ওভারে ইংলিশ অফ স্পিনার মঈন আলীকে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকান লিটন। ওই ওভারে বাংলাদেশ আদায় করে নেয় ১০ রান।
দ্বিতীয় ওভারে পেস বোলার ক্রিস ওকস খরচ করেন মাত্র ৩ রান। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈমকে ক্যাচ তুলতে বাধ্য করেন মঈন আলী। এরপর ৪ রান করে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন সাকিব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় টাইগাররা।
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।