সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর- মেসি এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপ শিরোপা বাদে ক্যারিয়ারে সব কিছুই বগলদাবা করেছেন তিনি। একটি মাত্র বিশ্বকাপ ট্রফি জিতলেই পেয়ে যাবেন অমরত্বের স্বাদ।
নতুন খবর হচ্ছে, বন্ধুত্বের উৎকৃষ্ট উদাহরণ মেসি-সুয়ারেজ। বার্সেলোনায় কাঁধে কাঁধ মিলিয়ে দুই বন্ধু খেলেছেন দীর্ঘদিন। কাতালানদের জার্সিতে ৬টি মৌসুম একসঙ্গে কাটিয়েছেন। দুজনের মাঠের বন্ধুত্ব ছাপিয়ে গেছে মাঠের বাইরেও। আর্জেন্টাইন এবং উরুগুইয়ান পরিবারের মধ্যেও ছড়িয়েছে এই সম্পর্ক। দুই তারকার স্ত্রী-সন্তানরাও আবেগের বন্ধনে জড়িয়েছেন।
এক মৌসুম আগে চোখের জলে বুক ভাসিয়ে বার্সা ছেড়েছিলেন সুয়ারেজ। কোচ রোনাল্ড কোম্যানের চাপে পড়ে ন্যু-ক্যাম্প ছাড়তে হয় সুয়ারেজকে। বার্সা ছেড়ে সুয়ারেজ যোগ দেন অ্যাটলেটিকো মাদ্রিদে। মেসিও বেশিদিন টিকেননি। নানা নাটকীয়তায় শেষে আর্জেন্টাইন তারকা পাড়ি জমিয়েছেন পিএসজিতে।ছবিঃ টুইটারদুই বন্ধুর মধ্যে ফের সাক্ষাৎ হচ্ছে। চলতি বছরের জুন -জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকায় একে অপরের বিপক্ষে লড়াই করেছিলো দুজন। সেবার গ্রুপপর্বের ম্যাচটি জিতেছিলো মেসির আর্জেন্টিনার। এবার সুইস সুয়ারেজের প্রতিশোধের পালা! আজ রাতে বাংলাদেশ সময় রাত তিনটায় আর্জেন্টিনায় বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে মাঠে নামছে লাতিন আমেরিকার অন্যতম সফল দুদল।
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে দুদলই পয়েন্ট হারিয়েছে। প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা। উরুগুয়ে-কলম্বিয়ার ম্যাচেও হয়নি কোনো গোল। সবমিলিয়ে এখন পর্যন্ত বাছাইয়ের ৯ ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে আর্জেন্টিনা। অপরদিকে ১০ ম্যাচ খেলে ৪ জয় ও ৪ ড্রয়ের সঙ্গে ২টি হারে ১৩ পয়েন্ট নিয়ে তিনে চারে আছে উরুগুয়ে।