বর্তমান সময়ের সেরা আলোচিত জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী।
আজ মুক্তি পেয়েছে ‘পদ্মাপুরান’ ছবিটি। এই ছবি দিয়ে পরিচালক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হলো রাশেদ পলাশের। মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় ছবির পরিচালককে শুভকামনা জানিয়েছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। পাশাপাশি ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে সিনেমাপ্রেমী দর্শকদের আহ্বান জানিয়েছেন তিনি।
ভিডিওতে পরীমনি বলেছেন, ‘রাশেদ পলাশের একটি ছবিতে আমি কাজ করছি। ছবির নাম ‘প্রীতিলতা’। এখানে প্রায় দুই বছরের জার্নি আমাদের। এই সময়টিতে আমি তাঁর কাছ থেকে শুনেছি, জানতে পেরেছি, ‘পদ্মাপুরান’ সিনেমায় কাজ করতে গিয়ে শিল্পী ও কলাকুশলীদের বড় রকমের ত্যাগ আছে। সে কথা বিবেচনা করে আমাদের সবারই একটা দায়িত্ব আছে, ছবিটির পাশে দাঁড়ানো।’
ভিডিও বার্তার শেষে গিয়ে তিনি বলেছেন, ‘শুনেছি, এই ছবিতে যিনি প্রধান নারী চরিত্রটি করেছেন, চরিত্রের প্রয়োজনে তাঁর মাথার চুল বিসর্জন দিয়েছেন। একজন বাঙালি নারীর চুল কিন্তু বড় আবেগের জিনিস। সিনেমার জন্য সেই আবেগকে ত্যাগ করেছেন তিনি। এটি কিন্তু কম কথা নয়।’
যোগাযোগ করা হলে এ বিষয়ে পরীমনি বলেন, ‘যেসব পরিচালক, নায়ক-নায়িকারা চলচ্চিত্রে অভিষেক হয়, অনেক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আমি তাঁদের শুভকামনা জানিয়ে থাকি। এর আগে বুবলী, সিয়ামসহ অনেক শিল্পী, পরিচালকদের প্রথম ছবি মুক্তির সময় তাঁদের শুভকামনা জানিয়েছি, ভক্ত–দর্শকদের ছবি দেখতে আহ্বান করেছি। কারণ, চলচ্চিত্রে আমি যখন নতুন আসি, অনেকেই আশীর্বাদ করেছেন, শুভকামনা জানিয়েছেন আমাকে। তা না হলে হয়তো আজ এ জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই কাজটি করি।’
তাঁর প্রত্যাশা, মুক্তির আগে আগে চলচ্চিত্রসংশ্লিষ্ট সবারই ছবির পাশে থাকা উচিত। তাহলে বাংলা সিনেমা এগিয়ে যাওয়ার পথ সহজ হবে। ভিডিওতে ছবিটির শুভকামনা জানিয়ে প্রচারণা করলেও আজ রাতের শোতে নিজেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন। অনেক দিন পর প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখবেন, জানালেন তিনি।