আবারও যুবাদের বিশ্বকাপ জেতাতে কাজ করতে চান সুজন

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে সুজন অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সেরা অর্জন ২০২০ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। বিশ্বকাপজয়ী সেই দলে আছে এক ঝাঁক প্রতিভাবান তরুণ ক্রিকেটার, যাদের মধ্যে দুইজন ইতোমধ্যে অভিষিক্ত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

বিশ্বকাপজয়ী সেই দলকে প্রস্তুত করা, সঠিক পরিকল্পনা করে সেই অনুযায়ী বেশি বেশি ম্যাচ খেলানো, পুরো দলের সবাইকে একসাথে রাখাসহ বেশ কার্যকরী কিছু পদক্ষেপ নিয়েছিল বিসিবি, যা গুরুত্বপূর্ণ অবদান রাখে বাংলাদেশের বিশ্বকাপ জয়ে। আর এসব কাজের জন্য সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন খালেদ মাহমুদ সুজন।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলটিকে নিয়ে অসাধারণভাবে কাজ করেছিলেন সাবেক এই অধিনায়ক। যার ফলে দারুণ একটি দল পেয়েছে বাংলাদেশ, পেয়েছে অসাধারণ প্রতিভাবান কিছু ক্রিকেটার, পেয়েছে চূড়ান্ত সাফল্যও- জিতেছে বিশ্বকাপ।

আগামী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাই ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। তবে করোনা ইস্যুতে খেলাধুলা বেশ কিছুদিন বন্ধ থাকায় বর্তমান অনুর্ধ্ব-১৯ দলটিকে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে পারেনি বিসিবি। তাই আগামী দিনগুলোতে বিশ্বকাপকে সামনে রেখে বেশ কিছু ম্যাচ খেলতে হবে যুব টাইগারদের। বিশ্বকাপের আগ পর্যন্ত পরিকল্পনাও প্রস্তুত করে ফেলা হয়েছে।

সেই অনুযায়ী কাজ করে আবারও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে চান সুজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই আমি এখনও খুশি, কারণ বেশ কিছু ম্যাচ খেলেই আমরা বিশ্বকাপে যাব। তবে শতভাগ আশাবাদী সেটাও বলব না। চ্যাম্পিয়ন ভাগ্যের ব্যাপার। আমার আশা ভালো খেলবে।’

সুজন নিজের পরিকল্পনা জানিয়ে বলেন, ‘আমার ফোকাস আগামী দুই বছরে। পরের দুই বছরে বাংলাদেশ আবার চ্যাম্পিয়ন হবে এই উদ্দেশ্যে কাজ করব। সেটা আমি কোচদের বলেছি। পরবর্তী দুই বছরে যাতে আমরা এমনভাবে প্রস্তুত হতে পারি যাতে আমরা বিশ্বকাপের জন্য ফাইট করতে পারি। নির্বাচকদের সঙ্গে কথা বলেছি।’

সব মিলিয়ে পরিকল্পনামাফিক কাজ করাতেই বেশি নজর দিতে চান সুজন। দল নিয়ে এগিয়ে যেতে এটাই বেশি দরকার- অভিমত সুজনের, ‘আগামী মে মাস, আমাদের ওআইসিএলটা শেষ হবে তখন থেকেই যেন ক্যাম্প শুরু করে দিই। খুব ছোট ছোট বিষয় নিয়েও আজ কথা বলেছি। কীভাবে সামনে আমরা ওয়েল ফরওয়ার্ড হবো টিমটাকে নিয়ে। প্ল্যান তো আছেই, বাকিটা আল্লাহ ভরসা।’