এই শিরোপার দাবিদার কলকাতা নাইট রাইডার্সঃ ধোনি

ভারতের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে ধোনি অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, আইপিএলের ১৪তম আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে পরাস্ত করে চতুর্থবার ট্রফি জয় করেছে চেন্নাই সুপার কিংস। যে দলটা গত আসরে প্লেঅফের যোগ্যতা অর্জন করতে পারেনি, তারাই আজ ট্রফি জয় করে তাক লাগিয়ে দিয়েছে। তবে এত বড় একটা উচ্ছ্বাসের মুহূর্তেও একেবারে নিরুত্তাপ ধোনি! দলের জয় সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হলে ধোনি যে জবাব দিলেন, তা শুনে তো হতবাক গোটা স্টেডিয়াম। স্পষ্ট জানিয়ে দিলেন যে চেন্নাই নয়, এই জয়ের দাবিদার কলকাতা নাইট রাইডার্স।

শিরোপা হাতে নিয়ে প্রতিপক্ষ দলের প্রসংশা করে ধোনি বললেন, ‘চেন্নাই সুপার কিংস নিয়ে কিছু বলতে যাওয়ার আগে আমি কলকাতা নাইট রাইডার্স নিয়ে কথা বলতে চাই। এভাবে কামব্যাক করা সত্যিই খুব কঠিন একটা কাজ। আর সেটাই কলকাতা করে দেখিয়েছে। যদি কোনও দল এই আইপিএল ট্রফি জয়ের যোগ্য দাবিদার হয়, তাহলে সেটা একমাত্র কলকাতা নাইট রাইডার্স। কলকাতার কোচ, দল এবং সাপোর্ট স্টাফদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। এই বিরতিটা কলকাতাকে যথেষ্ট সাহায্য করেছে।’

তবে তিনি মুখে যতই কলকাতার প্রশংসা করুন না কেন, মনে মনে চেন্নাইয়ের জন্য যে তিনি আনন্দে আত্মহারা হবেন, সেটাই স্বাভাবিক। ট্রফি জয় নিয়ে ধোনি বললেন, ‘এবার চেন্নাই সুপার কিংসের কথায় আসা যাক। প্রত্যেকটা ম্যাচেই কেউ না কেউ ম্যাচ উইনার হয়ে সামনে এগিয়ে এসেছেন। প্রত্যেকটা ফাইনাল ম্যাচই যথেষ্ট স্পেশাল। যদি আপনি পরিসংখ্যান দেখেন, তাহলে বুঝতে পারবেন ফাইনাল হারার ব্যাপারেও আমরা যথেষ্ট ধারাবাহিক (হাসি)। তবে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দলের কামব্যাক। বিশেষ করে নক আউট পর্যায়ে।’