আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হবে আগামী ১৭ অক্টোবর। উদ্বোধনী দিনেই বাংলাদেশ মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে। স্কটল্যান্ড ছাড়াও প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি।
এদিকে র্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এবারও বাংলাদেশকে খেলতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে। সুপার টুয়েলভে কোয়ালিফাই করতে হলে প্রথম পর্বে নিজ গ্রুপে প্রথম বা দ্বিতীয় হওয়া লাগবে টাইগারদের। সেক্ষেত্রে অবশ্য আছে ছোট দলগুলোর বিপক্ষে পা ফসকানোর ঝুঁকি।
এদিকে ছোট দলগুলোর বিপক্ষে ভালো করার প্রত্যাশা থাকে বেশি। তবে তাই বলে কোনো দলকে হালকা করে দেখার সুযোগ নেই। এমনই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
সাইফউদ্দিন বলেন, ‘প্রতিপক্ষ কে এ নিয়ে আমরা কখনই খুব বেশি চিন্তাভাবনা করি না। কোনো প্রতিপক্ষকেই দুর্বল ভাবি না। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো দলের কাছে হারার ঝুঁকি থাকে। প্রত্যেক ম্যাচেই নিজেদের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করি।’
এদিকে ওমান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ দাপুটে জয় পেয়েছে প্রস্তুতি ম্যাচে। তবে ওমানের মূল দল বাংলাদেশের বড় পরীক্ষা নিতে পারে। ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে স্বাগতিকদের শক্তভাবে নেওয়ার আহ্বান সাইফউদ্দিনের।
সাইফউদ্দিন বলেন, ‘ঘরের মাঠে সবাই শক্তিশালী থাকে, সবাই জানেন। ওমানকে বড় লক্ষ্য দিতে পারায় বোলারদের জন্য কাজটি সহজ ছিল। সব মিলিয়ে উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক ছিল।’