কোয়ালিফিকেশনের নিয়মে পরিবর্তন আনল আইসিসি, বিপাকে বাংলাদেশ

এবার সুপার টুয়েলভসে কোয়ালিফিকেশনের নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি (দ্য ইন্টয়ারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। এর আগে একরকম নিয়মে কথা বললেও আজ (২০ অক্টোবর) নতুন নিয়মের কথা জানিয়েছে তারা। এই নতুন নিয়ম সরাসরি প্রভাব ফেলবে বাংলাদেশ দলের সুপার টুয়েলভসে যাবার পথে।

এদিকে রাউন্ড ১ এ গ্রুপ থেকে কোয়ালিফাই করলেই বি১ হিসাবে আর যাবে না বাংলাদেশ। বা এ১ হিসাবে যাবে না শ্রীলঙ্কা। এই অবস্থান পেতে হলে বাংলাদেশ বা শ্রীলঙ্কাকে গ্রুপ চ্যাম্পিয়নই হতে হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি সুপার টুয়েলভসের কোয়ালিফিকেশন নিয়ে লিখেছে, ‘গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’ তে যে দল দুইটি শীর্ষে থাকবে তারা সুপার টুয়েলভসে যথাক্রমে এ১ ও বি ১ হিসাবে যাবে। এ২ ও বি২ হবে রাউন্ড ১ এ থাকা দ্বিতীয় বাছাই দল দুইটি।’

এর আগে আগস্ট ২০২১ এ আইসিসি জানিয়েছিল, ‘যদি শ্রীলঙ্কা ও বাংলাদেশ যথাক্রমে এ ও বি গ্রুপ থেকে সুপার টুয়েলভসে কোয়ালিফাই করে তাহলেই তারা এ১ ও বি১ হবে। গ্রুপের শীর্ষ দুইটি করে দল সুপার টুয়েলভসে যাবে।’

এদিকে আইসিসির এমন সিদ্ধান্তে নিশ্চিতভাবেই বিপাকে পড়বে বাংলাদেশকে বি১ ধরে সুপার টুয়েলভসে টিকিট কাটা দর্শকরা। এমনকি বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও বি১ এর ম্যাচগুলোর জন্য আবেদন করেছিল। তাছাড়া আইসিসি কেনো এই সিদ্ধান্তে বদল আনলো সেসম্পর্কে এখনও জানায় নি তারা, দেয়নি বিস্তারিত ব্যাখ্যাও।