বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে নুরুল হাসান সোহান
অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, ওমানের আল আমেরাত ক্রিকেট একাডেমি মাঠে ওমান ‘এ’ দলের বিপক্ষে বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের অর্ধশতকে দলীয় রান পৌঁছেছে তিন অঙ্কে।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক আমির কলিম। নাঈম শেখকে নিয়ে অধিনায়ক লিটনই ইনিংসের সূচনা করেন। নাঈম দেখেশুনে খেললেও শুরু থেকেই ওমানের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন লিটন।
পেয়ে যান অর্ধশতকের দেখাও। নিজের মোকাবেলা করা ৩২তম বলে শোয়াইব খানকে চার হাঁকিয়ে স্পর্শ করেন অর্ধশতকের মাইলফলক। তবে এর পরপরই ফিরতে হয় সাজঘরে। বিদায়ের আগে ৩৩ বলের মোকাবেলায় ৫৩ রান করেন ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে।
এদিকে, ছক্কার হ্যাটট্রিক করলেন কাজী নুরুল হাসান সোহান।