আজ পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আগামী জুনের আগে পদ্মা সেতুর উদ্বোধন হবে। সেই সঙ্গে শরীয়তপুর-চাঁদপুর মেঘনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পদ্মা সেতু চালু হলে শরীয়তপুরে বড় বড় আবাসিক প্রকল্প হবে। জেলা উন্নয়নের জোয়ারে ভাসবে।
আজ রবিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপমন্ত্রী বলেন, মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা বাস্তবায়ন হলে আগামী কয়েক বছরের মধ্যে দেশ উচ্চ মধ্যম আয়ে পরিণত হবে। শিল্পায়ন, কর্মসংস্থানসহ সার্বিক জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। উন্নত দেশের রূপকল্প ২০৪১ মাথায় রেখে এই মহাপরিকল্পনা করা হয়েছে। এতে যুক্ত রয়েছে রূপকল্প-৪১ এর খাদ্য নিরাপত্তা কৌশল, অবকাঠামো ও শিল্প উন্নয়ন, কর্মসংস্থান, জনস্বাস্থ্য, পরিবেশ ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে প্রণীত কাঠামো।