টি-টোয়েন্টিতে পাওয়ার হিটারের ঘাটতি দেখছেন পাপন

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে পাপন অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের সমস্যা ধরিয়ে দিয়ে দিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। ব্যাটিংয়ে দুর্বলতা না কাটলেও ফিল্ডিংয়ের উন্নতিতে বেশ খুশি নাজমুল হাসান।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ভালো কেটেছে বাংলাদেশ দলের। শেষ তিনটিতেই সিরিজ জিতেছে টাইগাররা যার মধ্যে উল্লেখযোগ্য ঘরের মাঠে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। তবে এই দুই সিরিজে ব্যাটসম্যানদের ভুগতে দেখা গিয়েছে।

বিশেষ করে দ্রুত রান তুলতে পারবেন এমন ব্যাটসম্যান কমই রয়েছে। আর টি-টোয়েন্টিতে এটিই পার্থক্য গড়ে দেয়। বিসিবি প্রধান নাজমুলের চোখে দলে পাওয়ার হিটারের ঘাটতি রয়েছে। এই ইস্যুতে তিনি বলেন,

“টি-টোয়েন্টিতে আমাদের অবস্থান কোনোভাবেই ভালো ছিল না। টেস্টেও উন্নতি করার অনেক সুযোগ রয়েছে এবং উন্নতি করতে হবে। টি-টোয়েন্টিতে সমস্যা একটাই- এটা পাওয়ার গেম, আমাদের ব্যাটিংয়ে সেই পাওয়ার এখন পর্যন্ত রপ্ত করতে পেরেছি বলে মনে হয় না। মানে আমরা এত ভালো না। একেবারেই ভালো নই তা বলছি না। ওরকম ভালো না। এটা ভালো করা দরকার। বোলিং-ফিল্ডিংও গুরুত্বপূর্ণ। বোলিংয়ে আমাদের এখন বৈচিত্র্য এসেছে। টি-টোয়েন্টিতে একটা দিক ভালো করেছি।”

বিগত কয়েকটি সিরিজে ফিল্ডিংয়ে বেশ উন্নতি হয়েছে। সীমিত ওভারের পাশাপাশি সাদা পোশাকের ক্রিকেটেও তার কিছুটা ছাপ রয়েছে। টেস্টে বাংলাদেশের ফিল্ডিংয়ে মোটামুটি পাশ মার্কই দিয়েছেন বিসিবি প্রধান পাপন।

“ফিল্ডিংও সাম্প্রতিক কিছু টেস্ট দেখে মনে হয়েছে আগের চেয়ে ভালো হয়েছে। খুব ভালো বলছি না, তবে আগের চেয়ে তুলনামূলক ভালো মনে হয়েছে। তার মানে উন্নতি হচ্ছে।”