বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে আফ্রিদি অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, বিগত কয়েক সিরিজে ঘুরে ফিরে শারজিল খান, ফখর জামান, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ওপেনিং পজিশনে খেলিয়েছে পাকিস্তান। এবারেও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে বাকি তিনজন থাকলেও স্কোয়াডে নেই শারজিল।
সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে টি-টোয়েন্টিতে শারজিল ও ফখরকে ওপেনিং পজিশনের জন্য এগিয়ে রাখছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাওয়ার প্লেতে এই দুজনকে খেলিয়ে পাকিস্তান ফায়দা তুলতে পারে বলে মনে করেন তিনি।
পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ভালো পারফর্ম করায় জাতীয় দলের জায়গা পাওয়ার স্বপ্ন বুনছেন শারজিল। তাঁকে দলে ফেরানো হলে ওপেনিং পজিশনে খেলানোর পরামর্শ আফ্রিদিরি। যেখানে শারজিলের সঙ্গী হিসেবে দেখতে চান আরেক বাঁহাতি ফখর জামানকে।
এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘প্রত্যেকেরই তাদের মতামত আছে কিন্তু আমি মনে করি ফখর জামান এবং শারজিল খান টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ওপেনার হওয়া উচিত। তাদের মধ্যে কেউ সেরাটা খেললেও প্রথম ছয় ওভারের মধ্যে আমরা ম্যাচের লাগাম ধরতে পারব।’