নেপালকে হারিয়ে বাংলাদেশের রাস্তা সহজ করে দিল ভারত

গতকাল পুরো ম্যাচে একের পর এক গোলের সুযোগ নষ্টের পর শেষ মুহুর্তে সুনীল ছেত্রীর দূর্দান্ত এক গোলে জয়ের দেখা পেয়েছে ভারত। ভারতের এই জয়ে শেষ রাউন্ডে ফাইনালে যাওয়ার সমীকরণ সহজ হয়ে দাঁড়িয়েছে। এদিকে শেষ ম্যাচ নেপালকে হারাতে পারলেই ফাইনালে খেলবে বাংলাদেশ।

গতকাল রাতে মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে নেপালকে ১-০ গোলে হারিয়ে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেল ভারত। ম্যাচের শেষ মুহুর্তে অধিনায়ক সুনীল ছেত্রী জয়সূচক গোলটি করেন।নিজেদের প্রথম দুই ম্যাচেই ড্র করে ফাইনালে খেলা আশা নিভু নিভু দেখছিল ভারত।

তবে নেপালকে হারিয়ে মুহুর্তেই সেই স্বপ্ন বাস্তব হতে আর মাত্র এক ম্যাচ থেকে দূরে ইগর স্টিমাচের দল। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে উঠে আসলো ভারত। তিন ম্যাচে ছয় পয়েন্ট করে নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে মালদ্বীপ ও নেপাল। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বাংলাদেশ।

এদিকে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলেই ফাইনাল খেলবে ভারত, ড্র করলে বা হারলে বিদায় নিতে হবে সাত বারের চ্যাম্পিয়নদের। অন্যদিকে ভারতের সাথে ড্র করলে বা জিতলেই ফাইনালে যাবে মালদ্বীপ।

এদিকে ফাইনালের আশা বাঁচিয়ে রাখা বাকি দুই দল নেপাল ও বাংলাদেশের সমীকরণ আরো স্পষ্ট। নেপালের বিপক্ষে জিতলেই ফাইনালে যাবে বাংলাদেশ কিন্তু ড্র করলে বা হারলে বিদায় নিতে হবে অস্কার ব্রুজন শিষ্যদের। সেক্ষেত্রে ফাইনালে যেতে নেপালের দরকার এক পয়েন্ট। তবে হারলেই বিদায় নিতে হবে নেপালকে।