পিএসজিতে আমি খুব খুশি : মেসি

সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর- মেসি এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপ শিরোপা বাদে ক্যারিয়ারে সব কিছুই বগলদাবা করেছেন তিনি। একটি মাত্র বিশ্বকাপ ট্রফি জিতলেই পেয়ে যাবেন অমরত্বের স্বাদ।

নতুন খবর হচ্ছে, তার দলবদল বিশ্ব ফুটবলেই আলোড়ন তুলেছিল বেশ। বার্সেলোনার সঙ্গে তবুও ২১ বছরের সম্পর্ক শেষ করতে হয়েছে লিওনেল মেসির। যোগ দিয়েছেন নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে। তবে তার দলবদলের রেশ যেন এখনো শেষ হয়নি পুরোপুরি।

প্রায়ই এই আলোচনা আসে সামনে। সম্প্রতি ফ্রেঞ্চ ফুটবলকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে উঠে এসেছে বার্সেলোনা ছেড়ে যাওয়া, পিএসজিতে তার নতুন ক্যারিয়ারসহ নানা ইস্যু। তিনি বলছেন, পিএসজিতে খুশি আছেন।

মেসি বলেন, ‘আমি পিএসজির কাছে কৃতজ্ঞ। তারা শুরু থেকেই আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে। তারা দেখিয়েছিল যে তারা সত্যিই আমাকে চেয়েছে এবং আমার যত্ন নিয়েছিল। আমি তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই। পিএসজিতে আমি খুব খুশি আছি।’

বার্সেলোনা ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা একটি বিবৃতি দিয়ে জানাল যে, আমি আর বার্সেলোনায় থাকতে পারবো না। ওই মুহুর্ত থেকে আমি নিজেকে জিজ্ঞেস করতে শুরু করলাম কীভাবে আমি আমার খেলায় ফিরব। আমাকে আমার ক্যারিয়ার সম্পূর্ণ করার জন্য একটি ক্লাব খুঁজে নিতে হয়েছিল।’