পূজায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকার সংঘর্ষে ডুবে গেলেন শুভ

পূজা ও উপাসনার অর্থ হলো ঈশ্বরকে অবলম্বন করে জীবনকে এগিয়ে নেওয়ার প্রয়াস। ঈশ্বরকে মাতৃভাবে পূজা ও উপাসনা করা সনাতন সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য।

নতুন খবর হচ্ছে, প্রতিমা বিসর্জনে গিয়ে দুই নৌকার সংঘর্ষে নদীতে পড়ে শুভ রায় (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের শ্মশানঘাটের পদ্মানদীতে এ ঘটনা ঘটে।

আজ (শনিবার) দুপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক দেব দুলাল রায় কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ শুভ ঈশ্বরদী শহরের নুরমহল্লার কর্মকার পাড়ার বাবলু রায়ের একমাত্র ছেলে।

শুভ রায়ের সঙ্গে পড়ে উদ্ধার হওয়া বিশাল, মনি ও চন্দনের বরাত দিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক দেব দুলাল রায় জানান, দুর্গা দেবী মায়ের প্রতিমা বিসর্জনের জন্য শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় শুভ, বিশাল, মনি,চন্দনসহ বেশ কয়েকজন ছোট নৌকায় উঠে। নৌকায় নাচ, গান, সিঁদুর খেলা করতে গিয়ে অসাবধানতাবশত দুই নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে নৌকা থেকে পদ্মানদীতে তারা সকলেই ছিটকে পড়ে। এ সময় উপস্থিত অন্যান্যদের সহযোগিতায় ও নিজেরাই সাঁতরে নদীর তীরে উঠে আসে বিশাল, মনি, চন্দন। কিন্তু পদ্মা নদীর স্রোতে তলিয়ে শুভ নিখোঁজ হয়।