প্রতিপক্ষকে ভয় দেখাতে ফাঁকা গুলি ছুড়লেন চেয়ারম্যান প্রার্থী

গতকাল রাতে বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রতিপক্ষকে ভয় দেখাতে ফাঁকা গুলি ছুড়েছেন চেয়ারম্যানপ্রার্থী আব্দুল হাই খান। বসতবাড়িতে হামলার আশঙ্কায় ফাঁকা গুলি ছুড়েছেন বলে দাবি করেছেন তিনি। গতকাল শনিবার (৯ অক্টোবর) রাতে মোড়েলগঞ্জ সদরের কৃষিব্যাংক রোডে এ ঘটনা ঘটে। আব্দুল হাই খান খাউলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে তফসিলভুক্ত খাউলিয়া ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত রাতে তিনি ফাঁকা গুলি ছুড়েন।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল হাই খান বলেন, একদল যুবক আমার ওপর হামলার জন্য বাড়ির সামনে ভিড় করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় আমি লাইসেন্সকৃত বন্দুক দিয়ে আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ি।

এ ব্যাপারে থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, গুলি ছোড়ার মত ঘটনা ঘটেনি, তবুও হাই খান গুলি ছুড়েছেন। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ক্ষমতসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।