আসন্ন কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে উরুগুয়েকে ৩-০ গোলের ব্যবধানে সহজেই পরাজিত করেছে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার পক্ষে গোলগুলো করেছেন লিওনেল মেসি, রোদ্রিগো ডি পল এবং লাউতারো মার্টিনেজ। এদিকে দক্ষিন আমেরিকা অঞ্চলের প্রথম ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে ৮০ টি গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হওয়া ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে উঠার চেষ্টা করে আর্জেন্টিনা। যদিও প্রথম ২০ মিনিটে গোলের ভালো সুযোগ তৈরি করে উরুগুয়েই! লুইস সুয়ারেজের দুইটি দুর্দান্ত প্রচেষ্টা শক্ত হাতে প্রতিহত করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপর থেকেই ধীরে ধীরে খেলায় ফিরতে থাকে আর্জেন্টিনা। ধাঁর বাড়ায় আক্রমণে।
তেমনই এক আক্রমণে ম্যাচের ৩৭তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি বক্সের বেশ খানিকটা দূর থেকে নেওয়া লিওনেল মেসির শট উরুগুয়ের ডিফেন্ডার এবং গোলরক্ষককে বোকা বানিয়ে জাল খুঁজে নেয়।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে রোদ্রিগো ডি পল গোল ব্যবধান দ্বিগুন করেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। এরপর ম্যাচের ৬২তম মিনিটে ডি পলের পাস থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে ব্যবধান ৩-০ করেন লাউতারো মার্টিনেজ।
এদিকে শেষ দিকে বেশ কিছু আক্রমণ শানালেও উরুগুয়ের গোলরক্ষক মুসলেরার দক্ষতায় আর জালের দেখা পায়নি মেসি-ডি মারিয়ারা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আলবেসিলেস্তেরা। এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয়স্থানে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট ঝুলিতে পুড়ে চতুর্থস্থানে আছে উরুগুয়ে। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল।