সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর- মেসি এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপ শিরোপা বাদে ক্যারিয়ারে সব কিছুই বগলদাবা করেছেন তিনি। একটি মাত্র বিশ্বকাপ ট্রফি জিতলেই পেয়ে যাবেন অমরত্বের স্বাদ।
নতুন খবর হচ্ছে, যে বার্সেলোনায় খেলে তিনি আজকের মেসি হয়েছেন, সেই বার্সেলোনার নামটাই ভুলে গেলেন লিওনেল মেসি? নাকি স্বেচ্ছায় স্রেফ অবজ্ঞা করেই বার্সেলোনার নামটা নিজের তৈরি তালিকায় রাখলেন না তিনি! কারণ যেটাই হোক, নিজের তৈরি এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিটদের তালিকায় বার্সেলোনার নামটা অন্তর্ভুক্ত করেননি।
সম্প্রতি ব্যালন ডি’অর প্রদানকারী প্রতিষ্ঠান ফ্রান্সের বিশ্বখ্যাত ফুটবল সামযিকী ফ্রান্স ফুটবলকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে অন্য অনেক বিষয়ে আলোচনার পাশাপাশি মেসিকে এই প্রশ্নটিও করেছিল ফ্রান্স ফুটবল। প্রশ্নটি ছিল- এবারের চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট কোন কোন দল? উত্তরে ৭টি ক্লাবের নাম বলেছেন মেসি। কিন্তু ভুল করেও নিজের সদ্য সাবেক ক্লাব বার্সেলোনার নামটি বলেননি!
মেসিকে সঙ্গে নিয়েই গত ১৫ বছরে ৪ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে বার্সেলোনা। সেই বার্সেলোনার ফেভারিট তালিকায় না থাকাটা বিস্ময়করই। মেসির তালিকায় না থাকা আরও বেশি বিস্ময়কর।
কারণ, মেসি যে আজকের মেসি হয়ে উঠেছেন, তার পেছনে বার্সেলোনার ভূমিকা অনেক। তিনি নিজে যেমন পায়ের মোহনীয় জাদুতে একের পর এক শিরোপা জিতিয়ে বার্সেলোনাকে সুউচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছেন, তেমনি তার নিজের আকাশে ওঠার পেছনেও ক্লাব বার্সেলোনার ভূমিকা বিশাল। তাছাড়া যে কোনো টুর্নামেন্টই হোক, বার্সেলোনা বরাবরই ফেভারিট। গত দেড় যুগে ভুল করেও কেউ বার্সাকে ফেভারিট তালিকা থেকে বাদ দেয়ার সাহস দেখাতে পারেননি!
এবারের চিত্রটা অবশ্য পুরোপুরি ভিন্ন। একের পর এক অভিজ্ঞ খেলোয়াড়কে হারিয়ে গত কয়েক মৌসুম ধরেই বার্সেলোনা তাদের সর্বজয়ী রূপ হারিয়েছে। তারপরও বার্সেলোনার আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন যিনি, এবার সেই মেসিও বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে। মেসির পাশাপাশি ফরাসি ফরোয়ার্ড গ্রিজমানও বার্সা ছেড়ে আবার ফিরে গেছেন অ্যাটলেতিকো মাদ্রিদে। লুইস সুয়ারেজকে তো বার্সা ছেড়ে দিয়েছে আগের মৌসুমেই।