নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।
নতুন খবর হচ্ছে, বাংলাদেশের ‘ভাইদের’ ধন্যবাদ দিলেন ‘মালদ্বীপের মেসি’বাংলাদেশের ‘ভাইদের’ ধন্যবাদ দিলেন ‘মালদ্বীপের মেসি’
সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। হারলেও মালে জাতীয় স্টেডিয়ামে ম্যাচে লাল-সবুজ দলের উন্মাদনা ছিল দেখার মতো। আবার মাঠের এককোণ বাংলাদেশি সমর্থকরাও ছিলেন। কেউ কেউ তো ব্যানারে বাংলাদেশের পাশাপাশি মালদ্বীপের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন। এমনটা দেখে স্বাগতিকদের বড় তারকা আলী আশফাক তাদের ধন্যবাদ দিতে ভুল করেননি।
মালের ম্যাচে বাংলাদেশের একজন সমর্থক ব্যানারে লিখেছেন ‘আই লাভ বাংলাদেশ’। এর পাশেই লেখা ছিল ‘উই রেসপেক্ট মালদ্বীপ’। এমনটি দেখে ‘মালদ্বীপের মেসি’খ্যাত আলী আশফাক বাংলাদেশের সমর্থকদের ‘ভাই’ বলে সম্বোধন করে ধন্যবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ধন্যবাদ আমাদের বাংলাদেশি ভাইদের ভালোবাসা ও সমর্থনের জন্য!’