এবার রায়ো ভায়েকানোর কাছে লজ্জাজনক পরাজয়ের পর আর নিজের চাকরি বাঁচিয়ে রাখতে পারলেন না রোনাল্ড কোম্যান। ম্যাচের ঠিক পর মুহূর্তেই তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় বার্সেলোনা কর্তৃপক্ষ। কোম্যানকে বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বার্সেলোনা। ভায়েকানোর বিপক্ষে ম্যাচের পরপরই এই সিদ্ধান্ত নেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। ১৯ বছরের মধ্যে এবারই প্রথম রায়ো ভায়েকানোর কাছে পরাজিত হলো কাতালান দলটি।
এর আগের ম্যাচেই রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে পরাজিত হয় বার্সেলোনা। ভায়েকানোর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিলো কোম্যানের সামনে। যদিও লজ্জাজনক পরাজয়ে আরও বিপদ বাড়ে তার।
এই পরাজয়ে বর্তমানে লিগ টেবিলের নবমস্থানে আছে বার্সেলোনা। যেটা আর মেনে নিতে পারেননি বার্সার কান্ডারি হুয়ান লাপোর্তা। যে কারণে নিজের সিদ্ধান্ত নিতে একটুও দেরি করেননি তিনি।
এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, “বৃহস্পতিবার সিউট্যাট স্পোর্টিভায় পুরো দলকে বিদায় জানাবেন রোনাল্ড কোম্যান। বার্সেলোনা তাকে ধন্যবাদ জানায় এবং তার ভবিষ্যতের জন্য রইলো শুভকামনা।” দুঃসময়ে বার্সেলোনার দায়িত্ব নিয়ে দলকে একমাত্র কোপা ডেল রের শিরোপা জিতিয়েছেন কোম্যান। এছাড়া বলার মতো তেমন কোন সফলতা অর্জন করতে পারেননি তিনি।