বিদায়বেলা রাজস্থান রয়্যালসের সতীর্থদের ভালবাসায় সিক্ত মুস্তাফিজ

বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মুস্তাফিজ। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। বর্তমানে নিয়ে আইপিএল মাতাচ্ছেন।

নতুন খবর হচ্ছে, শারজাহতে গুরুত্বপূর্ণ ম্যাচে দুই ওপেনার যশশ্বী জায়সওয়াল ও ইভিন লুইসের ব্যাটে রাজস্থানের শুরুটা মোটামুটি ভালো করেছিল। কিন্তু দলীয় ২৭ রানে ভাঙে উদ্বোধনী জুটি। বিদায় নেন ১২ রান করা যশশ্বী জায়সওয়াল। এরপরই ধ্বস নামে রয়্যালসদের ব্যাটিং লাইনআপে। ২৪ রান করে প্যাভেলিয়নে ফেরত যান আরেক ওপেনার ইভিন লুইস।

ব্যার্থ অধিনায়ক সাঞ্জু স্যামসন, শিবম দুবে, গ্লেন ফিলিপসরা। ৫০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত যায় রাজস্থান।

এরপর ডেভিড মিলার ও রাহুল তেওয়াটিয়া কিছুটা লড়াই চালালেও বেশিক্ষণ তাড়া ক্রিজে দাঁড়াতে পারেননি। ডেভিড মিলার ১৫ ও তেওয়াটিয়া ১২ রান করে আউট হন। ব্যাট হাতে শেষে ১ ছয়ে ৮ রান করলেন মুস্তাফিজুর রহমান। ৯ উইকেট হারিয়ে ৯০ রানেই থামে রাজস্থান রয়্যালসের ইনিংস।

বল হাতে মুম্বাইয়ের হয়ে নাথান কোলটার নাইলের সর্বোচ্চ ৪ উইকেট ছাড়াও ৩টি উইকেট নেন জিনি নিশাম ও ২টি উইকেট নেন জাসপ্রীত বুমরাহ।

এদিকে, বিদায় নিয়েছে মুস্তাফিজ। বিদায়বেলা রাজস্থান রয়্যালসের সতীর্থদের ভালবাসায় সিক্ত তিনি।