টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। মূল দলে জায়গা হয়নি আয়ারল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার ব্যারি ম্যাকার্থির।
আসন্ন বিশ্বকাপকে মাথায় রেখে সেপ্টেম্বরে ১৮ সদস্যের একটি দল ঘোষণা করেছিল আইরিশ ক্রিকেট বোর্ড। শেষ সময়ে এসে তিন সদস্যকে বাদ দিয়ে ১৫ সদস্যের দল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ডের ‘১৫’ সদস্যের দল – অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জস লিটল, অ্যান্ড্র ম্যাকব্রিন, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
রিজার্ভ প্লেয়ার – শেন গেটকেট, গ্রাহাম কেনেডি, ব্যারি ম্যাকার্থি।