পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে ইনজামাম অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় দলগুলোর বিপক্ষে পাওয়ার-প্লে কাজে লাগাতে না পারলে বিপদে পড়বে পাকিস্তান, এমনটাই শঙ্কা ইনজামাম উল হকের। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বাবর আজমদের শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলার উপদেশ দিয়েছেন।
অভিজ্ঞতা এবং তারুণ্যের সমষ্টিতে পাকিস্তানে পাওয়ার হিটারের কমতি নেই। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলার যথেষ্ট সামর্থ্য আছে দলটির। এ কারণেই পাওয়ার প্লে তে রান তোলার ব্যাপারে জোর দিয়েছেন ইনজামাম।
তিনি বলেন, ‘যদি ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং না করে তাহলে তারা খুবই বিপদে পড়বে। তাদের প্রথম ছয় ওভার কাজে লাগাতে হবে। বিশেষ করে ভালো দলগুলোর বিপক্ষে পাওয়ার-প্লে কাজে লাগাতে হবে।’
অবশ্য সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে শিরোপা জয়ের দৌড়ে পাকিস্তান নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে এগিয়ে রাখলেন ইনজামাম। শক্তিমত্তার বিচারেই তাঁর চোখে ফেভারিট ভারত।
উপমহাদেশের মতোই সংযুক্ত আরব আমিরাতের উইকেটগুলোর কন্ডিশন স্পিনবান্ধব। আর এ ধরনের কন্ডিশনে ক্রিকেটের যেকোনো সংস্করণে এক কথায় অপ্রতিরোধ্য ভারত। তাছাড়া বিরাট কোহলির দল বরাবরের মতই তারকায় সমৃদ্ধ।