পাকিস্তান- নিউজিল্যান্ড খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয়্য যে কোন এক দলকেই।
নতুন খবর হচ্ছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য কঠিন হবে, এমনটাই বিশ্বাস মার্টিন গাপটিলের। কিউই এই ওপেনার সতীর্থদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
২৬ অক্টোবর শারজাহতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে দারুণ উত্তেজনা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ না খেলেই দেশে ফেরে নিউজিল্যান্ড।
এ কারণে ক্ষেপে যায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই নিউজিল্যান্ডকে যেকোনো মূল্যে হারাতে চায় বাবর আজমের দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পেয়েছেন গাপটিল।
তিনি বলেন, ‘তারা কঠিন প্রতিপক্ষ। এই কন্ডিশনে ম্যাচটি আরও কঠিন হবে। আমরা আমাদের মূল দল নিয়ে খেলব। অবশ্যই আমরা পিছপা হবো না। আমরা লড়াই চালিয়ে যাবো।’
একইসঙ্গে পাকিস্তানে সিরিজ না হওয়ায় দুঃখ প্রকাশ করেন গাপটিল। দ্রুতই পাকিস্তানে ক্রিকেট ম্যাচ শুরু হোক, এমনটাই প্রত্যাশা কিউই এই ওপেনারের।