বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে সুজন অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে এবারের আসরে টাইগাররা অন্তত সেমিফাইনালে যেতে পারে বলে বিশ্বাস খালেদ মাহমুদ সুজনের। অন্য অনেক বড় দলের পাশে বাংলাদেশকে সেমিফাইনালে দেখার পেছনে ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিতব্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ওমানে প্রস্তুতি ক্যাম্প ও একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ শেষে আজ (১০ অক্টোবর) রওয়ানা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। সেখানে খেলবে আইসিসির দুইটি আনুষ্ঠানিক প্রস্ততি ম্যাচ।
বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে আশাবাদী বিসিবির সদ্য নির্বাচিত পরিচালক খালেদ মাহমুদ সুজন। আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন আশার কথা শোনান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, ‘আমার প্রত্যাশা সবসময় ভালো। আমি চিন্তা করি বাংলাদেশ নিজেদের সেরাটা খেলব। আমি বলছি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে আমি বিশ্বাস করি। আমাকে অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় বড় টিম থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলব?’
‘আমি বলব–এই সংস্করণটা এমন একটা সংস্করণ যে কেউ এখানে হারাতে পারেন। আমরা কিন্তু এর আগেও ভারতের সঙ্গে এ সংস্করণে জিততে জিততে হেরেছি। জেতা ম্যাচ আমরা হেরেছি।’