এবার বিসিবির দায়িত্ব নিয়ে নতুন এক উদ্যোগের দিকে দেশীয় ক্রিকেটকে টেনে নেয়ার মিশনে নেমেছেন খালেদ মাহমুদ সুজন। একজন লেগ স্পিনারের প্রয়োজন বাংলাদেশ ক্রিকেটে কতটুকু অনুভব করে কর্তারা তা নিয়ে সংশয়ের শেষ নেই। নানা সময়ে নানা বুলি, বাধ্যবাধকতা তৈরি করা হলেও দিনশেষে ফলাফল শূন্য। কোথাও পর্যাপ্ত সুযোগ মেলেনা লেগ স্পিনারদের। এবার বয়সভিত্তিকে সেটি করে দেখানোর আশা দেখালেন বিসিবির সদ্য নির্বাচিত পরিচালক খালেদ মাহমুদ সুজন।
এদিকে খালেদ মাহমুদ আগের মেয়াদে কাজ করেছেন গেম ডেভেলপমেন্ট বিভাগে। তার হাত ধরেই এসেছে যুব বিশ্বকাপ শিরোপা অর্জন। এর বাইরেও বয়সভিত্তিকেও রেখেছেন কাজের ছাপ। এবার আরেক দফা পরিচালক নির্বাচিত হয়ে একই বিভাগের দায়িত্ব সামলানোর কথা তার।
আজ (১০ অক্টোবর) মিরপুরে কোচদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ সুজন লেগ স্পিনার বের করার পুরোনো আশ্বাস দিলেন নতুন করে।
তিনি বলেন, ‘আমরা তো রীতিমতো পরিকল্পনা বদলাই , পরিকল্পনা ডেভেলপ করি, কোনটা আমাদের জন্য বাস্তবায়ন করা সহজ। বাস্তবায়ন করাটা সবচেয়ে বড়, পরিকল্পনা তো অনেক করা যায় বাস্তবায়ন করা খুবই কঠিন। আমরা চিন্তা করেছি যে আমরা তো অনূর্ধ্ব-১৮ তে গিয়ে ওআইসিএলটা খেলি, কিন্তু আমরা অনূর্ধ্ব-১৪/১৬ তে এখন থেকে ২-৩ দিনের ম্যাচগুলা খেলার চেষ্টা করবো। যেটা আমরা ওআইসিএল করি সেটা আমরা অনূর্ধ্ব-১৬ তে তিন দিন এবং ১৪তে দুইদিনের করবো।’
তিনি আরও বলেন, ‘একটা বাধ্যবাধতা করবো আমরা দরকার পড়লে এসব খেলা সুপারসাব দিবো শুধু একটা লেগ স্পিনারের জন্য। যেন একটা লেগস্পিনার খেলাতে বাধ্য এবং সে ২০ ওভার করবে প্রতি ইনিংসে। তা না করলে ওই দল জিতলেও পয়েন্ট পাবে না। মানে আমরা একটার এ রকম, আমি ডেভেলপমেন্টে এটাই বুঝানোর চেষ্টা করি কোচদেরকে।’