বেলজিয়ামের বিপক্ষে জয় তুলে নিল ইতালি

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, গোটা ম্যাচে বেলজিয়ামের লক্ষ্যে শট মাত্র ৪টি, যার তিনটিই নিয়েছেন টোবি আল্ডারউইল্ড; যিনি একজন ডিফেন্ডার। বাকি একটি ৮৬ মিনিটে নিয়েছেন বদলি হিসেবে নামা চার্ল ডে কেটলার, যেটিতে হয়েছে গোল। কিন্তু লাভ কি? প্রতিপক্ষ ইতালি যে তখনো এক গোলে এগিয়ে। অনেক চেষ্টা করেও গোলমুখে আরেকটি শটও নিতে পারল না বেলজিয়াম।

এটিই গোটা ম্যাচের সামগ্রিক চিত্র। আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে যে লড়াকু মনোভাবের দেখা মিলেছিলো, এই ম্যাচে সেটি কোথায় যেন হারিয়ে খুঁজলেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ফাইনালে না উঠতে পারার আক্ষেপই পোড়াচ্ছিলো কিনা বেলজিয়ামের ‘সোনালী প্রজন্ম’কে, তা নিয়ে প্রশ্ন থেকে যাবে। কিন্তু রবার্তো মানচিনির ইতালি গত ম্যাচেও স্পেনের সাথে লড়াই করে হেরেছিল, এই ম্যাচেও একইভাবে লড়াই করে তুলে নিল জয়। নিকোলো বারেল্লা ও ডমিনিকো বেরার্দির গোলে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ইউয়েফা নেশনস লিগে তৃতীয় হয়ে শেষ করেছে ‘আজ্জুরি’রা। ম্যাচের শেষদিকে কেটলারের গোলটিই হয়ে থাকবে বেলজিয়ামের জন্য একমাত্র সান্ত্বনা।