ব্রাজিল দলে ফিরলেন কৌতিনিয়ো

ব্রাজিল দলের অন্যতম সেরা ফুটবলার বলা হয় কৌতিনিয়োকে। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ফুটবলার।

নতুন খবর হচ্ছে, বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচের জন্য দলে অনেক পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ তিতে। রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে থাকার পরও ভিনিসিউস জুনিয়রকে দলে রাখেননি কোচ। বার্সেলোনার জার্সিতে নিজেকে খুঁজে ফেরা মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো ফিরেছেন।

নভেম্বরের আন্তর্জাতিক সূচির জন্য শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন তিতে।