জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সামনের আসরে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে আহমেদাবাদ ও লখনৌ। দুবাইয়ে অনুষ্ঠিত নিলাম থেকে দল কেনার জন্য কাড়ি কাড়ি টাকা নিয়ে মোট ৯টি কোম্পানি অংশগ্রহণ করেছিল।
নিলাম শেষে আইপিএলের নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) পাচ্ছে ১২ হাজার ৭১৫ কোটি রুপি। যদিও এতে মোটেও অবাক হননি সৌরভ গাঙ্গুলি। এদিকে বিসিসিআই সভাপতির কাছে অবশ্য এমনটা প্রত্যাশিতই ছিল। কেননা বিশ্বজুড়ে একটি বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আইপিএল। এটা যেন তারই এক উদাহরণ।
এ ব্যাপারে সৌরভ বলেন, ‘আমরা এটায় একেবারেই বিস্মিত নই। আইপিএল একটা বড় ব্র্যান্ড। আমরা খুবই খুশি যে ভারতের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সঞ্জিব এবং সিভিসিকে ধন্যবাদ এক এবং দুই নম্বর হওয়ার জন্য। ক্রিকেট যতই ভারতের জন্য এগিয়ে যাবে, ততই ভালো।’
এবারের আসরে নতুন করে যুক্ত হওয়া লখনৌ দলের মালিকানায় আরপি সঞ্জীব গোনেকা গ্রুপ এবং আহমেদাবাদের মালিকানায় আছে সিভিসি ক্যাপিটাল। গত ৩১ আগস্ট টেন্ডারের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিতে বলেছিল বিসিসিআই। টেন্ডারে অংশ নিয়েছিল মোট ছয়টি শহর। আহামেদাবাদ, লখনৌ, গোয়াহাটি, ধর্মশালা, ইন্দোরের সঙ্গে ছিল কাটাক।
এদিকে লখনৌ দলের জন্য ৭ হাজার ৯০ কোটি রুপি বিড করেছিল আরপি সঞ্জীব গোনেকা গ্রুপ। যা এবারের আইপিএলের নিলামের সবচেয়ে বেশি টাকার বিড। যে কারণে দল পেতে খুব বেশি বেগ পেতে হয়নি তাদের।
আহমেদাবাদের জন্য সিভিসি ক্যাপিটাল ৫ হাজার ৬২৫ কোটি রুপি বিড করেছিল। আইপিএলের এবারের আসরে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক দল কেনার আগ্রহ প্রকাশ করলেও তারা ৫ হাজার কোটি রুপিও বিড করেনি। তাতে বিড করেও দল পাওয়া হয়নি তাদের।