পাকিস্তান-ভারত খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয়্য যে কোন এক দলকেই।
নতুন খবর হচ্ছে, ইসলামাবাদে সিনেট স্ট্যান্ডিং কমিটির সামনে আন্ত-প্রাদেশিক ব্যাপারগুলোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে অকপটে রমিজ বলেন, “আইসিসি একটি রাজনীতিযুক্ত সংগঠন, যেটি এশিয়ান ও ওয়েস্টার্ন ব্লকে বিভক্ত এবং এর রাজস্বের ৯০ ভাগই আসে ভারত থেকে। এটা ভীতি জাগানিয়া ব্যাপার। একদিক থেকে, ভারতের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোই পাকিস্তানের ক্রিকেট চালায় এবং কালকে যদি ভারতের প্রধানমন্ত্রী ঠিক করে যে তিনি পাকিস্তানের জন্য তহবিলের অনুমতি দেবেন না, এই ক্রিকেট বোর্ড ভেঙে পড়তে পারে।”
আইসিসির তহবিলের ওপর নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে নিজেদের বাজার বিস্তৃত করা ও আয় বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা বলেন রমিজ, “আমার কাছে, এটা খুব সাধারণ ব্যাপার যে, যদি জাতীয় দল ভালো করতে না পারে এবং ম্যাচ জিততে না পারে, সেটির মানে, বোর্ডের চা বানানোর লোক থেকে শীর্ষ কর্তা পর্যন্ত সবাই নিজেদের কাজে ব্যর্থ।”