আনুষ্ঠানিকভাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। মূল পর্ব শুরুর আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আজ (শুক্রবার) ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি কুড়ি ওভারের ম্যাচ খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই মুহূর্তে ম্যাচটি টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচটিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। পাওয়ার প্লে’তে লিটন দাস এবং নাঈম শেখের জুটি স্কোরবোর্ডে যোগ করে ৪৯ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার পরও রানের চাকা সচল রাখে এই জুটি।
ওমানের বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করে পরের ৪ ওভারে আরও ৪০ রান স্কোরবোর্ডে তোলে এই জুটি। ১০ ওভারে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ৮৯ রান।
প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
স্ট্যান্ডবাইঃ আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন।
প্রস্তুতি ম্যাচের জন্য ওমান ‘এ’ দল : আমির কলিম (অধিনায়ক), প্রুথবি কুমার, শোয়াইব খান, খালিদ কাইল, অক্ষয় পেটেল, খুররম খান, মেহরান খান, রউফ আতাউল্লাহ (উইকেটরক্ষক), রফিউল্লাহ, সামায় শ্রীভাস্তা, ওবাইদুল্লাহ, ওয়াসিম আলী, মুজাহির রাজা ও রানা নাঈম।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি তুলে নিলেন অধিনায়ক লিটন দাস।