মার্টিনেজ বিশ্বসেরা গোলরক্ষকঃ মেসি

সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর- মেসি এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপ শিরোপা বাদে ক্যারিয়ারে সব কিছুই বগলদাবা করেছেন তিনি। একটি মাত্র বিশ্বকাপ ট্রফি জিতলেই পেয়ে যাবেন অমরত্বের স্বাদ।

নতুন খবর হচ্ছে, উরুগুয়ের বিপক্ষে আজ সোমবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোখে পড়ার মতো বেশ কয়েকটি সেভ দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। অন্যথায় ৩-০ গোলের জয়ের পরিবর্তে ভিন্ন কিছু হতে পারতো আর্জেন্টিনার জন্য। তাই মার্টিনেজকে বিশ্বসেরা গোলকিপার বলে আখ্যা দিলেন আলবিসেস্তেদের অধিনায়ক লিওনেল মেসি।

এল মনুমেন্টালে ম্যাচের ষষ্ঠ মিনিটে লুইস সুয়ারেজের শট ঠেকিয়ে দেন মার্টিনেজ। ফিরতি বল পাওয়া ফেদে ভালভেরদেকেও গোল করতে দেননি। ২১ মিনিটে ফের আর্জেন্টিনার ত্রাতা মার্টিনেজ। সুয়ারেজের দারুণ এক ভলি ফিরিয়ে দেন অ্যাস্টন ভিলার তারকা গোলরক্ষক।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘মার্টিনেজ খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আক্রমণ আসলেই সে জবাব দিতে প্রস্তুত থাকে। আসল কথা হল, সে পোস্টের নিচে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে সেই কোপা আমেরিকা থেকেই। কোনো সন্দেহ নেই, মার্টিনেজ বিশ্বের সেরা গোলকিপার। আমরা এর সুবিধাটা নিচ্ছি।’

নিজেদের খেলায় উন্নতির ছাপ দেখে মুগ্ধ মেসি, ‘উরুগুয়ের বিপক্ষে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। খেলায় উন্নতি হচ্ছে। ইদানিং আমরা দীর্ঘ সময় ধরে বল দখলে রাখছি। আজকের ম্যাচটা সহজ ছিল না। প্যারাগুয়ের বিপক্ষে ড্রয়ের পর নিজেদের মাঠে জেতা জরুরি হয়ে পড়েছিল। ভাগ্য ভালো হওয়ায় সবকিছু নিখুঁতভাবেই হয়েছে।’