রিসাইকেল প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে সাকিব-মুশফিকদের জার্সি

ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যান’স গেইম’ বলে একটি কথা আছে। কিন্তু কোথাও লেখা দেখিনি বা শুনিনি যে ‘ক্রিকেট ইজ এ ফানি গেইম’। তবে অনেকেই মনে করে ক্রিকেট একটি মজার খেলা। আসলে মনে করাটাই স্বাভাবিক, কেননা ডব্লিউ জি গ্রেসের মতে এই আধুনিক ক্রিকেটটা আসলেই কয়েক’শ কোটি মানুষের বিনোদনের খোরাক যোগাচ্ছে।

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু আমিরাত এবং ওমানের তাপমাত্রা মাথায় রেখে তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি। আর তাতে প্রথমবারের মত ফেব্রিকস হিসেবে ব্যবহার হয়েছে রিসাইকেল প্লাস্টিক।

২০০৪-০৫ সালের জার্সির ডিজাইনকে নতুন রুপে ফিরিয়ে আনা হয়েছে। শীঘ্রই এই রেট্রো জার্সি কিনতে পারবে বাংলাদেশের সমর্থকরাও। বিশ্বকাপের জার্সি মানেই শুধু ক্রিকেটার নয় এর সাথে জড়িয়ে থাকে সমর্থকদের আবেগও।

এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ভারতের মত দেশগুলো রেট্রো জার্সি বা পুরোনো ডিজাইনকে প্রাধান্য দিয়েছে। নিকট অতীতের কোনো ডিজাইনকে অনুকরণ করে সব শেষ ভারত, আবার ২০১৯ সালের এই রেট্রো জার্সি পরেই বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এবার বাংলাদেশের জার্সিতে ২০০৪-০৫ সালের অতীত মনে করিয়ে দিচ্ছে অনেককেই।