বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে সাকিব অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, আন্দ্রে রাসেল চোটে পড়ায় কলকাতা নাইট রাইডার্স ভরসা করেছে সাকিব আল হাসানের ওপর। টানা ৯ ম্যাচে একাদশে না থাকলেও খেলার সুযোগ পেয়ে সাকিব দলকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা রেখেছেন। রাসেল পুরোপুরি ফিট না হলে প্লে-অফেও সাকিবকে একাদশে দেখতে চান দলটির সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।
ভারতের সাবেক এই সুপারস্টার আইপিএল ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন কলকাতার জার্সিতে। অধিনায়ক হিসেবে আইপিএলের দুটি শিরোপা জিতিয়েছেন শাহরুখ খানের দলকে। দুবারই দলে ছিলেন সাকিব।
সাকিবের দক্ষতা বা সামর্থ্য সম্পর্কে তাই ভালোই জানা আছে গম্ভীরের। রাসেল একাদশে ফিরলে সাকিবকে একাদশের বাইরে রাখার বিষয়টি কয়েকদিন ধরেই আলোচনায় ছিল। বিষয়টি পছন্দ হচ্ছে না গম্ভীরের। সাকিবকে তিনি চান রাসেল থাকলেও, যদি না রাসেল বোলিং করার মত পুরোপুরি ফিট না হয়ে ওঠেন।
ইএসপিএনক্রিকইনফোকে গম্ভীর বলেন, ‘রাসেল যদি বল না করে তাহলে দলের জন্য পুরোপুরি কার্যকরী হল না। সাকিবের দোষটা কোথায়? আমার মতে, রাসেল ফিট থাকলে এবং ব্যাটিং বোলিং দুই-ই করতে পারলে তাকে নেওয়া যায়। তবে সে যদি শুধু ব্যাটিং করে এবং বোলিং করতে না পারে, তাহলে আমি সাকিবকেই বেছে নিব। কারণ ব্যাঙ্গালোরের মত দলের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে আপনার ষষ্ঠ বোলারেরও প্রয়োজন আছে।’