গতকাল রাতে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে ভিরাট কোহেলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতকাল আইপিএল-এর এলিমিনেটর ম্যাচে ব্যাঙ্গালোরকে হারানোর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল কলকাতার স্পিন ডিপার্টমেন্ট। বল হাতে জ্বলে উঠেছিলেন সুনীল নারাইন।
এছাড়াও ব্যাঙ্গালোরকে শুরু থেকেই চেপে ধরেছিলেন সাকিব আল হাসান এবং বরণ চক্রবর্তী। তাইতো ম্যাচ শেষে কলকাতার স্পিন বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন বিরাট কোহলি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলেন, “নারাইন একজন বিশ্বমানের বোলার। ম্যাচের মাঝখানের ওভারগুলোতে তাদের দলের স্পিনাররা দাপট দেখিয়েছে। নিয়মিত উইকেট তুলে নিয়েছে সে(নারাইন)। শুধু সে-ই নয়, সাকিব, বরুণ চক্রবর্তী তিন স্পিনারই একসাথে দুর্দান্ত ছিল। ব্যাটসম্যানদের বড় শট খেলার সুযোগ না দিয়ে তারা চাপ সৃষ্টি করেছে।”