হায়দরাবাদ ছাড়ার ইঙ্গিত দিলেন ওয়ার্নার

আইপিএল নজরকাড়া সাফল্য আছে ডেভিড ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের সাথে। তবে এবার বোধহয় হায়দরাবাদের সাথে তার সম্পর্কের ইতি ঘটতে চলেছে। হায়দরাবাদকে আইপিএলের শিরোপা জেতানো অধিনায়ক ওয়ার্নার চলতি আসরে হারান নেতৃত্ব।

সংযুক্ত আরব আমিরাত পর্বে ব্রাত্য হয়ে পড়েন দলেও। একাদশে জায়গা হারান, শেষদিকে দলের সাথে স্টেডিয়ামেও আনা হত না তাকে। সব মিলিয়ে হায়দরাবাদে ওয়ার্নারের বিদায়ঘণ্টা যেন স্পষ্ট হয়ে উঠেছিল। এবার তা আরও স্পষ্ট হল ওয়ার্নারের সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক বার্তায়।

হায়দরাবাদের হয়ে শিরোপা হাতে ছবিকে তার প্রিয় মুহূর্ত আখ্যায়িত করে ওয়ার্নার লিখেছেন, ‘আমার প্রিয় মুহূর্ত! আমাদের যাত্রার কিছু ছবি, তবে শেষ ছবিটা হল আমাদের প্রতি সমর্থনের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’

এদিকে হায়দরাবাদের এবারের আইপিএল যাত্রার ইতি ঘটলে টুইটারে আবেগঘন এক বার্তা দিয়েছেন উইলিয়ামসন। সাবেক অধিনায়ক ওয়ার্নার সেই টুইটে মন্তব্য করেছেন, ‘তবে আমার সাথে কোনো ছবি নেই এখানে। যদিও আমরা অনেক কাছাকাছি ছিলাম।’