‘ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যান’স গেইম’ বলে একটি কথা আছে। কিন্তু কোথাও লেখা দেখিনি বা শুনিনি যে ‘ক্রিকেট ইজ এ ফানি গেইম’। তবে অনেকেই মনে করে ক্রিকেট একটি মজার খেলা। আসলে মনে করাটাই স্বাভাবিক, কেননা ডব্লিউ জি গ্রেসের মতে এই আধুনিক ক্রিকেটটা আসলেই কয়েক’শ কোটি মানুষের বিনোদনের খোরাক যোগাচ্ছে।
নতুন খবর হচ্ছে, আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সোমবার (১১ অক্টোবর) এই জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উন্মোচিত হল বাংলাদেশের বিশ্বকাপ জার্সি
ঘটা করে উন্মোচন করা হল বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি।
এবারের মূল জার্সিতে থাকছে সবুজ রঙের আধিক্য। রেট্রো জার্সি তৈরির জন্য সমর্থকদের দীর্ঘদিনের প্রতীক্ষার ইতি ঘটেছে এবার। ২০০৪-০৫ মৌসুমে বাংলাদেশের ব্যবহৃত জার্সির আদলে তৈরি হয়েছে এবারের বিশ্বকাপ জার্সি।
এছাড়া হোম জার্সিতে রয়েছে লাল রঙের আধিক্য। হোম ও অ্যাওয়ে দুই জার্সিই পরিবেশবান্ধব প্রক্রিয়া মেনে তৈরি করা হয়েছে।
জার্সি উন্মোচনের আগে সমর্থকরা অবশ্য জার্সিটি দেখার সুযোগ পেয়েছেন। গত ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল যে জার্সি পরেছিল, তা-ই বিশ্বকাপে দলের হোম জার্সি।
সমর্থকরা চাইলেই গায়ে জড়াতে পারবেন টাইগারদের বিশ্বকাপ জার্সি। আড়ংয়ের প্রতিটি শো রুম ও অনলাইন শপে ফ্যান জার্সি পাওয়া যাবে ১ হাজার ৪০০ টাকায়। এছাড়া শিশুদের জার্সি কেনা যাবে ১ হাজার টাকায়। হোম ও অ্যাওয়ে জার্সির পাশাপাশি সমর্থকরা কিনতে পারবেন অনুশীলন জার্সিও।