২১৯৩ দিন কেউ হারাতে পারেনি ব্রাজিলকে

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, ব্রাজিল খুব ভালো খেলেনি আজ। তবে পয়েন্ট খোয়াতে হয়নি। ভেনেজুয়েলার বিপক্ষে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পেয়েছে তিতের দল। এই জয়ে দারুণ এক রেকর্ডও গড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এ নিয়ে টানা ১০ ম্যাচ জিতল ব্রাজিল। এ টুর্নামেন্টের ইতিহাসে এটাই কোনো দলের টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড।

এবার (২০২২) বিশ্বকাপ বাছাইপর্বে এখনো অপরাজিত নেইমার-লুকাস পাকেতারা। ৯ ম্যাচের সব কটি জিতে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষ স্থান ধরে রেখেছে ব্রাজিল। এবার বাছাইপর্বে টানা ৯ ম্যাচ জয়ের আগে ব্রাজিল সর্বশেষ জিতেছে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।

সে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে নিজেদের শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। এরপর এবার ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৯ ম্যাচ জেতায় রেকর্ডটি নতুন করে লেখা হলো।

আগের রেকর্ডটিও ব্রাজিলের দখলেই ছিল। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৯ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিলেন নেইমাররা। ২০১৬ সালের ২৯ মার্চ প্যারাগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর টানা ৯ ম্যাচ জিতেছিল দক্ষিণ আমেরিকার দলটি।

কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, পেরু, উরুগুয়ে, প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে দুবারের মুখোমুখিতেও জয় তুলে নেয় ব্রাজিল।

সব মিলিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টানা ২৬ ম্যাচ অপরাজিত ব্রাজিল। এ টুর্নামেন্টে তাদের সর্বশেষ হার ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে।

২০১৫ সালের ৮ অক্টোবর সান্তিয়াগোয় চিলির বিপক্ষে ২-০ গোলে হারেন নেইমাররা। এর পর থেকে বিশ্বকাপ বাছাইপর্বে এ পর্যন্ত ২ হাজার ১৯৩ দিনের মধ্যে কখনো হারের মুখ দেখেনি ব্রাজিল। ২১ জয়ের পাশাপাশি ড্র করেছে ৫ ম্যাচ।