অবশেষে দল থেকে বাদ পড়লেন ১৭ কোটির মরিস

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে মরিস অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, আইপিএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে রাজস্থান রয়্যালস। শেষ চারের দৌড়ে টিকে থাকতে হলে রাজস্থানের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। অনুমিতভাবেই আজ রাজস্থান একাদশ থেকে বাদ পড়েছেন আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় ক্রিস মরিস।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রাজস্থান একাদশে মোট পাঁচ পরিবর্তন এসেছে। বরাবরের মতো এই ম্যাচেও দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন মুস্তাফিজ। প্রথমবারের মতো রাজস্থানের জার্সিতে খেলতে নামছেন গ্লেন ফিলিপস, মায়াঙ্ক মারকান্দে ও আকাশ সিং। অন্যদিকে প্লে অফ নিশ্চিত করে ফেলা চেন্নাইয়ের একাদশে আছে দুই পরিবর্তন। দীপক চাহারের পরিবর্তে খেলছেন কেএম আসিফ। ডোয়াইন ব্রাভোর পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে স্যাম কারানকে।

রাজস্থান রয়্যালস একাদশ : এভিন লুইস, যশস্বী জাইসওয়াল, স্যাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিভম দুবে, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার, রাহুল তেভাটিয়া, মায়াঙ্ক মারাকান্দে, চেতন সাকারিয়া, আকাশ সিং ও মুস্তাফিজুর রহমান।

চেন্নাই সুপার কিংস একাদশ: রুটুরাজ গাইকোয়াদ, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, শার্দূল ঠাকুর, কেএম আসিফ ও জশ হ্যাজলউড।