আইপিএলে ম্যাচ না খেললেও বিশ্বকাপে প্রভাব ফেলবে না: সাকিব

আইপিএল এর এবারের আসরে সাকিব কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়েছেন খুব কমই। অবশ্য বিশ্বকাপের আগে খেলার তেমন সুযোগ না পেলেও তা বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে বিশ্বাস সাকিবের।

এদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় অবদান ছিল সাকিবের। অস্ট্রেলিয়া সিরিজে পেয়েছিলেন সিরিজ সেরার খেতাবও। নিউজিল্যান্ড সিরিজ শেষে আইপিএল খেলতে সাকিব পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে।

এদিকে সাকিবের বিশ্বাস, কলকাতার হয়ে নিয়মিত সুযোগ না পেলেও তা তার বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না। কলকাতার ফেসবুক পেইজে পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘আমি বাংলাদেশের হয়ে টানা খেলছিলাম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি ভালো সিরিজ কাটিয়েছি। এত ক্রিকেট খেলেছি যে এখন না খেলায় অস্বাভাবিক মনে হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, গত ১৫-২০ দিন আমার তেমন খেলা হয়নি। তবে এটা কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। আমি কঠোর পরিশ্রম করছি। সুযোগ আসলে তা কাজে লাগাতে হবে। দলের জন্য অবদান রাখার চেষ্টা করি, তা-ই হয়েছে।’