আইসিসিও চায় ভারত-পাকিস্তান ফাইনাল খেলুকঃ গাভাস্কার

সুনীল গাভাস্কার বলেছেন তিনি এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চান। লিটল জিনিয়াস সাথে যোগ করেন যে আইসিসিও এই দুই দলের ফাইনাল চায়!

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আগামীকাল ২৪ অক্টোবর দুবাইয়ে মুখোমুখি হবে সুপার টুয়েলভের ম্যাচে। দুই দলেরই এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে এই ম্যাচ দিয়ে। গাভাস্কার চান ফাইনালেও তারা একে অপরের মুখোমুখি হোক।

এদিকে সালাম ক্রিকেট নামে এক প্রোগ্রামে গাভাস্কার বলেন, ‘আমি চাই ভারত ফাইনালে খেলুক, সাথে পাকিস্তান। অন্যরা কি চায়? এমনকি আইসিসিও চায় পাকিস্তান ও ভারত ফাইনালে খেলুক।’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডের আশা নির্ভর করছে আবহাওয়ার ওপর। এখন বেশ গরম, আর এটা যদি এমনই থাকে তাহলে তাদের জন্য কঠিন হবে। আমার চোখে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ইংল্যান্ড সেরা চারে যেতে পারে।’

এ সময় গাভাস্কার জানান, বিশ্বকাপের মঞ্চে কাউকেই ফেভারিট তকমা দেওয়া ঠিক হবে না। পারফরম্যান্সের ওপর নির্ভর করবে সবকিছু। তিনি বলেন, ‘আমি কোন দলকে ফেভারিট হিসাবে দেখি না। নিজেদের দিনে যে দল চাপ সামলাতে পারবে, ভুল কম করবে তারা ভালো করবে।’