আইসিসির চোখে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১০ তারকা ক্রিকেটার

‘ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যান’স গেইম’ বলে একটি কথা আছে। কিন্তু কোথাও লেখা দেখিনি বা শুনিনি যে ‘ক্রিকেট ইজ এ ফানি গেইম’। তবে অনেকেই মনে করে ক্রিকেট একটি মজার খেলা। আসলে মনে করাটাই স্বাভাবিক, কেননা ডব্লিউ জি গ্রেসের মতে এই আধুনিক ক্রিকেটটা আসলেই কয়েক’শ কোটি মানুষের বিনোদনের খোরাক যোগাচ্ছে।

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ কে সামনে রেখে আইসিসি ১০ জন ক্রিকেটারের নাম জানিয়েছে যারা কিনা এই টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন।
১. শহীদ আফ্রিদি (পাকিস্তান)- ৩৪ ম্যাচে ৫৪৬ রান, ৩৯ উইকেট

২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৫ ম্যাচে ৫৬৭ রান, ৩০ উইকেট

আইসিসির করা সেরা ১০ এর তালিকায় সাকিব আল হাসানই একমাত্র যিনি কিনা কখনো সেমি ফাইনালেই খেলেননি। দল ভালো না করলেও সাকিব আল হাসান নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন।

৩. স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ)-১৫ ম্যাচে ২৪ উইকেট

৪. এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)- ৩০ ম্যাচে ৭১৭ রান, ৩০ ক্যাচ

৫. তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা)- ৩৫ ম্যাচে ৮৯৭ রান

৬. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ২৮ ম্যাচে ৯২০ রান

৭. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- ৩১ ম্যাচে ১০১৬ রান

৮. ভিরাট কোহলি (ভারত)- ১৬ ম্যাচে ৭৭৭ রান

৯. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)- ৩১ ম্যাচে ৩৮ উইকেট

১০. কেভিন পিটারসেন (ইংল্যান্ড)- ১৫ ম্যাচে ৫৮০ রান

মাত্র ১৫ ম্যাচ খেললেও নিজের জাত চেনাতে সময় নেননি কেভিন পিটারসেন।