আগামীকাল ভারতের বিপক্ষে জয় পাবে পাকিস্তানঃ আশা ইউনিসের

ভারত- পাকিস্তান খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দুই হার মেনে নিতে চায়না, তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই

নতুন খবর হচ্ছে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর আছে হাইভোল্টেজ ম্যাচ, মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচকে ঘিরে অনেক বিশ্লেষক, সাবেক ক্রিকেটাররা জানাচ্ছেন নিজেদের মতামত।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইউনিস খান সম্প্রতি ম্যাচকে ঘিরে নিজের মতামত প্রকাশ করেছেন। বিশ্বকাপে বরাবরই পাকিস্তান ধরাশায়ী হয় ভারতের কাছে, তা প্রায় সবারই জানা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখণো পর্যন্ত দুই দলের ৫ দেখায় ৫ বারই জিতেছে ভারত। তবে ইউনিস খানের আশা এবার পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারবে।

ইউনিস জানান, ‘পাকিস্তানের দিক থেকে চিন্তা করলে আমি আশা করি ৫-০ এর রেকর্ডটা এবার ৫-১ হতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচ নিঃসন্দেহে বেশ চাপের একটি ম্যাচ। যারা এসব ম্যাচে ভালো করতে পারবে তারাই ক্রিকেটের কিংবদন্তী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।’

২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তান, দলটির অধিনায়ক ছিলেন ইউনিস। ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির অন্তর্ভূক্তি পাকিস্তানের জন্য হুমকির কারণ হতে পারে বলে মনে করছেন তিনি। ধোনি চাপের মুহুর্তেও সবকিছু বেশ শান্ত, স্বাভাবিক রাখতে পারেন বলে মনে করেন তিনি। যার ফলে ধোনির অন্তর্ভূক্তি ভারতীয় দলের জন্য হতে যাচ্ছে দারুণ সুবিধাজনক।

ইউনিসের মতে, ‘যখন ধোনির মত ক্রিকেটার ড্রেসিংরুমে থাকবে তখন প্রতিপক্ষ হিসেবে আপনি কিছুটা হলেও শঙ্কায় পড়ে যাবেন। যখন আমরা খেলতাম তখনও ধোনি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রভাবক ছিল। ধোনি বেশ সহজেই যেকোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে। সে অধিনায়ক হিসেবে অনেক শিরোপা জিতেছে এবং এবার মেন্টর হিসেবে ভারতীয় দলে তার অন্তর্ভূক্তি তাদের জন্য দারুণ একটি ইতিবাচক দিক হতে যাচ্ছে।’