আজ জিতবে বাংলাদেশ: সংগীতশিল্পী কোনাল

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন সংগীতশিল্পী বিনোদন প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে কোনাল অন্যতম।

নতুন খবর হচ্ছে, চলমান টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। এ নিয়ে সামাজিক মাধ্যমসহ চারিদিকে চলছে নানান কাটাছেঁড়া। এ অবস্থায় বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচ এবং বাংলাদেশ দলকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল

এই গায়িকা বলেন, ‘আমি সব সময়ই বাংলাদেশ দলের ভক্ত। দলের বিজয়ে যেমন আনন্দ পাই, পরাজয়েও ব্যথিত হই। এবার টাইগাররা আমাদের প্রত্যাশা মতো খেলতে পারছে না। এটা হতেই পারে। জয়-পরাজয় তো খেলারই অংশ। সামনে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। করোনার পর সারা বিশ্বেই নানান কিছুতে নানা পরিবর্তন এসেছে। তা কাটিয়ে এমন একটা আয়োজন হচ্ছে, বাংলাদেশ খেলছে, সেটাও আমার কাছে বড় প্রাপ্তি। এখান থেকে আন্তর্জাতিক অঙ্গনে আমার সম্পর্ক, বন্ধুত্ব আরও গভীর হবে। যা ভবিষ্যতে দেশ এবং জাতির কাজে আসবে।’

কোনালের ভাষ্য, ‘এই কঠিন সময়ে আমি আমাদের খেলোয়াড়দের পাশে আরও জোরালেভাবে থাকার পক্ষে। কারণ এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আমাদের সমর্থন-ভালোবাসা তাদের একান্ত প্রয়োজন। তারা তো আমাদের জন্যই খেলছে। আমরাই যদি তাদের পাশে না থেকে উল্টো নানা কটু কথা বলি তাহলে তো তারা আরও উৎসাহ হারিয়ে ফেলবে। আশা করি আমাদের দর্শক-সমর্থকরা বিষয়টি বুঝবেন। খেলাটাকে খেলার চোখেই দেখবেন। খেলোয়াড়রাও মাঠের খেলায় ফোকাস করবেন।’

আজকের ম্যাচ নিয়েও নিজের প্রত্যাশার কথা জানান ২০০৯ সালের ‘সেরাকণ্ঠ’ বিজয়ী এই তারকা, ‘কেন যেন আমার মন বলছে আজ বাংলাদেশ জিতবে। ওয়েস্ট ইন্ডিজও গত দুই ম্যাচ হেরেছে। সেই জায়গা থেকে তারাও চাপে থাকবে। এই সুযোগটা আমাদের নিতে হবে।’