আফগান ক্রিকেট দলকে তালেবানের অভিনন্দন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর বড় জয় দিয়ে শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল। গতকাল সোমবার (২৫ অক্টোবর) সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ আফগানরা ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। রান বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ জয়ের রেকর্ড এটি।

এদিকে রেকর্ড এ জয়ের পর আফগানিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে তালেবান প্রশাসন। টুইটারে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বার্তায় আফগানিস্তান দলকে অভিনন্দন জানিয়েছেন।

টুইটারে মুজাহিদ লিখেছেন, স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য আফগানিস্তান ক্রিকেট দল ও পুরো আফগান জাতিকে অভিনন্দন। ভবিষ্যতে তাদের আরও সাফল্য কামনা করছি।

এই বিশ্বকাপে আফগানিস্তানের খেলা নিয়ে ছিল সংশয়। কারণ গত ১৫ আগস্ট আফগানিস্তানের দখল নেয় তালেবান। এরপর বিভিন্ন বিধিনিষেধের মুখে পড়ে সে দেশের ক্রীড়াঙ্গন। নারী ক্রিকেট নিষিদ্ধও করে দেয় তালেবানরা। তবে শেষমেশ বিশ্বকাপ মঞ্চে নামতে পেরেছে আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল।