আমরা এখনো বিশ্বকাপের মধ্যেই আছি: হাবিবুল বাশার

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে বাশার অন্যতম।

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। টানাটানি করে বাছাইপর্ব থেকে মূলপর্বে উঠলেও এখনো টুর্নামেন্টের নজর করার মতো কোনো পারফরম্যান্স করতে পারেনি টাইগাররা। মূল পর্বের তিন ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে বাংলাদেশ।

বোলিংয়ে কিছুটা ভালো হলেও ব্যাটিংয়ে একদমই বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশ টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ছিটকে দিয়েছে। তবে এখনই দল নিয়ে চিন্তা করছেন না বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি দুই ম্যাচ নিয়ে চিন্তা করছেন তিনি। আজ এক ভিডিও বার্তায় বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, “আমরা এখনো বিশ্বকাপের মধ্যেই আছি। আমাদের এখনো প্রথম রাউন্ডে দুটি ম্যাচে বাকি আছে। সেটা নিয়ে চিন্তা করছি। ভবিষ্যতে দল নিয়ে আমাদের পরিকল্পনা আছে সেটা এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই করতে চাই”।