আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের দ্বারা হচ্ছে নাঃ নাসুমের অসহায় আত্মসমর্পন

আজ ইংলিশ বোলিং তোপের সামনে পড়ে ১২৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। এই সংগ্রহ মাত্র ১৪.১ ওভারেই সহজেই টপকে যায় ইংলিশরা। বিশ্বকাপের এমন গুরুত্বপূর্ণ ইভেন্টে কোন বিভাগেই প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারছে না মাহমুদউল্লাহ রিয়াদের দল। ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এসে নাসুম আহমেদের সহজ স্বীকারোক্তি, ‘আমাদের দ্বারা হচ্ছে না’।

এবার ব্যাটিং ব্যর্থতার আরও একটি নতুন অধ্যায় লিখল বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ১২৪ রানের সংগ্রহ নিয়ে বল হাতেও লড়াই জমাতে পারল না মুস্তাফিজরা। জেসন রয়ের ব্যাটিং তান্ডবের সামনে টাইগারদের অসহায় আত্মসমর্পণ। ৩৫ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় জয় এউইন মরগানের দলের।

এদিকে নাসুম জানালেন ১২৪ রান করেও লড়াইয়ে চেষ্টার কোন কমতি ছিল না দলের। কিন্তু তারপরও জয়ের সারণিতে ফেরা যাচ্ছে না। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তরুণ স্পিনার নাসুম আহমেদ শোনালেন নিজেদের অবস্থার গল্প। নাসুম বলেন, ‘আমরা চেষ্টা করছি ভালো করার, চেষ্টা করছি এই রান নিয়েই যেনো ফাইট করতে পারি। তবে হয় নাই আমাদের দ্বারা।’

কেন ভালো ক্রিকেট খেলতে পারছে না দল? এমন প্রশ্নের জবাবে নাসুম আহমেদের সহজ স্বীকারোক্তি, ‘আমাদের মধ্যে কথা হয়। শুরুর ৬ ওভারে রান হচ্ছে না, উইকেটও পড়ে যাচ্ছে। এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়। সবাই চেষ্টা করছে, তবে হচ্ছে না।’

এদিকে জিততে হলে ভালো খেলার যে কোন বিকল্প নেই; তা আরও একবার পরিষ্কার করে জানিয়ে দিলেন নাসুম, ‘ভালো খেলতে হবে, ভালো খেলেই জিততে হবে।’