আমি পূজামণ্ডপে ঢাক বাজাতে পছন্দ করিঃ মেয়র আতিক

এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, পূজামণ্ডপে আমি ঢাক বাজাতে পছন্দ করি। গতকাল বুধবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন মন্দিরে গিয়ে আমি ঢাক বাজিয়েছি। আমি ঢাক বাজাতে পছন্দ করি। আমি মনে করি এই ঢাক, এই সংস্কৃতির কারণে অপসংস্কৃতি আর থাকবে না। চলবে একটি সুন্দর বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ।

এর আগে গত ২০১৯ সালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে ঢাক বাজান মেয়র আতিক। সে সময় মেয়রের ঢোল বাজানোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।

এ সময় কেউ বলেন- মুসলিম হিসেবে ঢোল বাজানো উচিত হয়নি মেয়র আতিকের। আবার কেউ কেউ বলেন- নগরের মেয়র হিসেবে তিনি সার্বজনীন। তিনি ব্যক্তি হিসেবে না, বরং মেয়র হিসেবে এমনটা করতেই পারেন।