আর্চারের চোখে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ৬ ক্রিকেটার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইনজুরির কারণে ইংল্যান্ড দলে নেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য জফরা আর্চার। তবে আসন্ন বিশ্বকাপে তাঁর চোখে সেরা, বিশ্বের এমন শীর্ষ ছয় খেলোয়াড়ের নাম বলেছেন। তবে আর্চারের এই তালিকায় নেই কোন ভারতীয় ক্রিকেটার। লম্বা হওয়ায় পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদিকে ভিন্ন চোখে দেখছেন আর্চার। কাগিসো রাবাদার সঙ্গে আফগান তারকা রাশিদ খানের প্রশংসাও ফুটে উঠল আর্চারের কণ্ঠে।

সম্প্রতি ইংলিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে জফরা আর্চার তাঁর চোখে সেরা ছয় টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম বললেন। যেখানে রয়েছেন, পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি, আফগানিস্তানের রাশিদ খান, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং কাগিসো রাবাদা, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এদিকে আর্চার মনে করেন শাহীন শাহ আফ্রিদি তাঁর উচ্চতা দিয়ে ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে পারেন। তিনি বলেন, ‘একজন বাম-আর্মার হওয়ায়, তিনি ব্যাটারদের একটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে চ্যালেঞ্জ করেন, বল সুইং করেন এবং পরবর্তীতে একটি ইনিংসে ভাল পরিবর্তন আনতে পারেন, যা দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ৬ ফুট ৬ ইঞ্চির আফ্রিদি এমন পিচ থেকেও বাউন্স বের করেন যা অন্যরা পারে না।’

এ সময় আফগান স্পিন উইজার্ড রাশিদ খানের প্রসঙ্গে আর্চার বলেন, ‘তাঁর (রাশিদ খান) উইকেট নেওয়ার ক্ষমতা এবং বোলিং ইকোনমি দলের জন্য দারুণ কাজে আসে এবং সে এককভাবে একটি ম্যাচ জিতিয়ে আসতে পারে।’

কাগিসো রাবাদার প্রশংসা করতে ভুল করেননি জফরা আর্চার বলেন, ‘রাবাদা একজন বোলার যিনি ইনিংসের শুরুতে, মাঝখানে বা শেষে খুব ভালো। তিনি যেখানেই বোলিং করেন, সেখানেই নির্ভরযোগ্য। বেশ দ্রুতগতির পেসার, নতুন বল দিয়ে উইকেট নিতে পারেন এবং ডেথ ওভারেও বেশ কার্যকরী।’